মুক্তির পঞ্চম দিন পেরিয়ে গেলেও সিনেমা হলে টিকিটের হাহাকার, শোয়ের পর শো হাউজফুল। চারিদিকে শাহরুখ স্তুতি। বক্সঅফিসে বিজয় রথ থামার নাম করছে না। শাহরুখ খানের লুক, থেকে ডায়লগ সমস্ত ঘুরছে মানুষের মুখে মুখে। কিন্তু এত সবের মাঝে কোথাও যেন নিভৃতে থেকে যাচ্ছে আরেকটি নাম। শাহরুখকে ‘জওয়ান’ বানালেন যিনি সেই অ্যাটলি কুমারের হয়ে এবার কলম ধরলেন বাংলার অভিনেত্রী শ্রুতি দাস।
চারিদিকে কিং খানকে নিয়ে কার্যত যে উৎসব চলছে, তার মাঝেই একপ্রকার ‘কালো ছেলের’ হয়ে আওয়াজ তুললেন শ্রুতি দাস। পরিচালককে নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করে শ্রুতি লিখলেন -
‘Atlee Kumar ও নিশচয়ই কারওর ভাই, ছোটো থেকে নিশ্চয়ই ওনাকেও অনেক কটুক্তি সহ্য করতে হয়েছেই। উনি পেরেছেন। আমার আপনার ভাইরাও পারবে। আমাদের বাড়ির কালো ছেলেটাও সম্মান পাবে এবং মাথা তুলে দাঁড়াবে।’
Srabanti Chatterjee: দেবী চৌধুরানীর পর ডাকছে পুলিশের চরিত্র, ওয়েব সিরিজের জন্য তৈরি হচ্ছেন শ্রাবন্তী
তবে পরিচালকের প্রশংসা মানে একেবারেই যে শাহরুখকে অস্বীকার নয় সেকথাও শেষ লাইনে শ্রুতি বুঝিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘সব শেষে একটাই কথা বলব, শাহরুখ খান ছিলেন আছেন থাকবেন’..