রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় দুর্গে এলাহি বিয়ে সেরেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। প্রাক বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে সেখানেই। এরপর রবিবার মুম্বই ফিরে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন সিড কিয়ারা জুটি। গত কয়েকদিন ধরে সেসব ছবি দাপিয়ে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভক্তদের নতুন ছবি উপহার দিলেন দম্পতি। একে একে তারা শেয়ার করছেন বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি। এদিন শেয়ার করেছেন গায়ে হলুদের অনুষ্ঠানের এক গুচ্ছ ছবি।
Javed Khan Amrohi Died: প্রয়াত অভিনেতা জাভেদ খান আমরোহি, শোকের ছায়া বিনোদন জগতে
সিদ্ধার্থের পরনে হলুদ পাঞ্জাবি পাজামা আর সূক্ষ্ম কাজের শাল, অন্যদিকে কিয়ারা সেজেছিলেন সাদা লেহেঙ্গায় সঙ্গে মানানসই ভারী ওড়না। সঙ্গে গয়নাতেও ছিল চমক। দুজনের হলদির এই মিষ্টি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।