রঙের উৎসব । কোথাও নাম দোল বা কোথাও হোলি (Holi 2023) । বছরের এই বিশেষ দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন সকলে। বলিউড মেতেছে রঙের উৎসবে। পুরো দমে চলছে হোলি খেলা। সকাল থেকেই ইন্সটাগ্রাম এবং ফেসবুকের পাতায় রঙ ঢালা ছবিতে ছেয়ে গিয়েছে। বিয়ের পর প্রথম হোলি খেললেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। রঙিন ছবি পোস্ট করে কিয়ারা এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মিস্টারের সঙ্গে প্রথম দোল। '
ভিকি কৌশলের গলা জড়িয়ে দোলের আদুরে ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। তারকাজুটির পরিবারের সদস্যরাও মেতেছিলেন উদযাপনে। এদিকে এই হোলিও একাই কাটাচ্ছেন সোনাক্ষী। কপালে লাল আবীরের তিলক কেটে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।