৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরের রাজকীয় সূর্যগড় দূর্গে স্বপ্নের মতো বিয়ে সেরেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। গোধূলি লগ্নে চার হাত হয়েছে এক। পুষ্পবৃষ্টি মাথায় নিয়ে কাছের মানুষটার কাছে কনের সাজে এগিয়ে গিয়েছিলেন কিয়ারা, সিদ্ধার্থের মুখে তখন হাসি ঝলমল করছে। তাঁদের বিয়ের ছবি গত কয়েকদিন দাপিয়ে বেড়িয়েছে ইন্টারনেটে। বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পা রাখেন কিয়ারা। ব্যক্তিগত পরিসরে বিয়ে সারার পর, এবার সিড কিয়ারার গ্র্যান্ড রিসেপশন মুম্বইয়ে।
জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইতে এলাহি রিসেপশনের আয়োজন করেছেন শেরশাহ জুটি। স্বাভাবিকভাবেই সেই রিসেপশনে বসবে চাঁদের হাট। আমন্ত্রিত কারা জানেন? জানা যাচ্ছে সেই পার্টিতে উপস্থিত থাকবেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট, তাঁর স্বামী রণবীর কাপুর৷ এ ছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছেন সলমন খান, শাহিদ কাপুরের, মীরা রাজপুত কাপুরের মতো তারকারাও।