রাজস্থানের জয়সলমীরের সূর্য দূর্গে এলাহি বিয়ের আসর বসছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানির। সিড-কিয়ারার প্রাক-বিবাহ অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে । বর-কনে আগেই পৌঁছে গিয়েছেন বিবাহ স্থানে ৷ অতিথি তালিকাও চাঁদের হাট। সম্প্রতি জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি নয়, ৭ ফেব্রুয়ারিতে বিয়ে তাঁদের । তা জানেন অতিথিদের পাতে কী কী পড়তে চলেছে? চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই সবই থাকছে মেন্যুতে। এছাড়াও পঞ্জাবের বিখ্যাত মাকাইয়ের রুটি আর সরষো কা শাক ছাড়া ডেজার্টেও থাকছে চমক। লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া সবই থাকবে শেষ পাতে।
উল্লেখ্য, গ্র্যান্ড বিয়ের সাক্ষী থাকতে ইতিমধ্যেই জয়সলমেরে পৌঁছে গিয়েছেন করণ জোহর, শহিদ কাপুর, স্ত্রী মীরা কাপুর । মুম্বইয়ের একটি প্রাইভেট বিমানবন্দরে পাপারাজ্জীদের লেন্সবন্দী হন তাঁরা ।