সিদ্ধার্থ কিয়ারার (Sidharth-kiara) বিয়ের সানাই বেজে গিয়েছে। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা। জয়সলমিরে (Jaisalmer) বিয়ের অনুষ্ঠান সেরে মুম্বইয়ে (Mumbai) একটি রিশেপশন পার্টির আয়োজন করেছেন এই বলিউড জুটি। যেখানে উপস্থিত থাকবেন এক ঝাঁক বলি তারকা। আমন্ত্রণ জানানো হয়েছে সংবাদমাধ্যমকেও। সিদ্ধার্থ-কিয়ারা তাঁদের এই বিশেষ দিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেবেন।
এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে তাঁদের এই রিশেপশনের অনুষ্ঠান হবে। যেখানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস এবং দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মতো অতিথিরা।
আরও পড়ুন- বিয়ে করতে চললেন হবু কনে, মুম্বই বিমানবন্দরে ছিমছাম সাজে কিয়ারা
জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক চলেছে সিড ও কিয়ারার। বহু চর্চিত এই বলি জুটি একান্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে সারলেও সেখানে শাহিদ কাপুর, তাঁর স্ত্রী মিরা কাপুর, করণ জোহর, বরুণ ধাওয়ান,আশিবনি ইয়ার্দি, কিয়ারার সহ-অভিনেতা রাম চরণের মতো বলি তারকারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।