সিদ্ধার্থ মালোহোত্রা-কিয়ারা আদবানি নিজেরা এখনও মুখ খোলেননি। কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে তাঁরা গাঁটছড়া বাঁধছেন তা নিশ্চিত। ঘনিষ্ঠ মহলের দাবি, এই বলিউড জুটির রুপকথার গল্প শুরু হবে জয়সলমেরে। আর তাতে নাকি খুব ঘটা করে হচ্ছে সঙ্গীত।
পরিবারের ঐতিহ্য মেনে নিজের বিয়েতে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছেন সিদ্ধার্থ। যেখানে নাচবেন নববধূ কিয়ারা। যা শুনে ভীষণ খুশি মালহোত্রা পরিবার। কারণ এটি তাঁদের পরিবারের একটি বিশেষ রীতি।
আরও পড়ুন- সম্পর্কে আড়াল ছিল, তবু সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই প্রেমের আভাস দিয়েছেন বরাবর
এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমেই নববধূ কিয়ারাকে স্বাগত জানাবে মালহোত্রা পরিবার। তাঁরাই তৈরি করেছেন নাচ এবং গান। শুধু নববধূ কিয়ারা এবং সিদ্ধার্থের পরিবার না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আদবানি পরিবারের সকলেও। নৃত্যশৈলীতে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য রীতিমতো রিহার্সাল শুরু হয়ে গিয়েছে।