রণবীর-আলিয়ার বিয়ে (Ranbir-Alia Wedding) নিয়ে সরগরম গোটা বলিউড । সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করছে তারকা জুটির বিয়ে । সবার নজর এখন এই বিগ ফ্যাট ওয়েডিং-এর উপর । প্রতিদিনই তাঁদের বিয়ে নিয়ে নতুন নতুন আপডেট । বিয়ের খবরের জন্য উৎসুক হয়ে আছেন তাঁদের অনুরাগীরাও । বলতে গেলে 'কাপল' হিসেবে আলিয়া ও রণবীর বরাবরই নেটিজেনদের পছন্দের তালিকায় । তাঁদের দুজনের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । রণলিয়ার বিয়ের আবহে নেট দুনিয়ায় ঝড় তোলা সেসব ছবি রইল আপনাদের জন্য । এই টুকরো টুকরো ছবির মাধ্যমে রণবীর-আলিয়ার (Ranbir-Alia Pictures) সম্পর্কের বিভিন্ন মুহূর্তগুলি দেখে নেওয়া যাক ।
রণবীর আলিয়াকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছে সোনম কাপুরের বিয়েতে । দুজনের সম্পর্কে সিলমোহড় পড়েছিল সেখান থেকেই ।
আলিয়া ভাট ও রণবীর কাপুরের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহুবার । আলিয়া নিজে সেইসব ছবি পোস্ট করেছেন । যেমন- এই ছবিতে তারকা জুটিকে এক অজানা জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে । তাঁদের সঙ্গী 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায় ।
গত বছর দীপাবলির সময়ের ছবি । অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন । ছবিতে দুজনে একসঙ্গে তাঁদের অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ।
ডিনার পার্টিতে একসঙ্গে রণবীর ও আলিয়া । এই পার্টিতে ছিলেন অয়ন মুখোপাধ্যায় ।
২০১৯ সালের মার্চ মাস । আলিয়া ভাট এবং রণবীর কাপুর বারাণসীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । সেখানে তাঁরা আকাশে আলো দিয়ে তাঁদের আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর নাম প্রকাশ্যে এনেছিলেন ।
শেষে পাওয়ার কাপলের মন কাড়া একটি ছবি । রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রথম অফিসিয়াল ছবি । এখানে দুজনে একসঙ্গে এক সেলিব্রিটির বিয়েতে অংশ নিয়েছিলেন ।
প্রসঙ্গত, এতদিন শোনা যাচ্ছিল, ১৭ এপ্রিল আর কে হাউসে চার হাত এক হবে রণবীর-আলিয়ার । সম্প্রতি, আলিয়া ভাটের পরিবারের সূত্রে জানা যাচ্ছে, ১৪ এপ্রিল বিয়ে 'রণলিয়া'-র । কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, নীতু ও ঋষির মতোই আর কে হাউজে বিয়ে করবেন রণবীর-আলিয়া (Ranbir-Alia Wedding) । সাধারণ পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে । ১৩ এপ্রিল থেকে শুরু হবে প্রাক বিবাহ উৎসব । বিয়ের আগে ছোটবেলার ও বলিউডের একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টিও করবেন রণবীর-আলিয়া ।
শোনা যাচ্ছে বাবা-মায়ের মতো রণবীরও বিয়ের পর আলিয়াকে নিয়ে গুরুদ্বারে যাবেন । সেখানে লঙ্গর বসাবেন । এরপর হানিমুনে যাবেন এই পাওয়ার কাপল । মধুচন্দ্রিমার জন্য 'রণলিয়া' বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ।