সোনম কপূর-আনন্দ আহুজার (Sonam Kapoor-Anand Ahuja) বাড়িতে চুরি । নয়াদিল্লির বাড়ি থেকে নগদ ও গয়না মিলিয়ে খোয়া গেল ১.৪১ কোটি টাকা । এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে তুঘলক রোড পুলিশ স্টেশনে । জানা গিয়েছে, সোনমের শাশুড়ি তড়িঘড়ি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন (Sonam-Anand Delhi house get robbed) ।
ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বাড়ির কেয়ারটেকার, ড্রাইভার, মালী ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শুধু দিল্লি পুলিশ নয়, এই মামলার তথ্য প্রমাণ সংগ্রহে হাত লাগিয়েছে এফএসএলও (FSL) বা ফরেন্সিক দল । হাই-প্রোফাইল মামলা হওয়ায়, এর তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে যাবতীয় তথ্য গোপন রাখা হয়েছে । রিপোর্ট অনুযায়ী, তদন্ত এখনও চলছে । দোষীদের শনাক্ত করা যায়নি ।
জানা গিয়েছে, অমৃতা শেরগিল মার্গের এই বাড়িতে থাকেন সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও ঠাকুমা সরলা আহুজা । প্রথম এই চুরির বিষয়টি খেয়াল করেন আনন্দের ঠাকুমা । সরলা আহুজার দাবি, ১১ ফেব্রুয়ারি তিনি প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন । তাঁর দাবি, ওইদিন নিজের আলমারি খুলতে গিয়ে তিনি দেখেন, গয়না এবং নগদ টাকা নেই । ২৩ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের কর হয় । পুলিশকে আনন্দের ঠাকুমা জানিয়েছেন, তিনি বছর দুয়েক আগে শেষ বার আলমারি খুলে দেখেছিলেন গয়না সব ঠিকঠাক আছে কি না । সেক্ষেত্রে চুরি কবে হয়েছে, তা জানা যায়নি ।
আরও পড়ুন, Ritabhari Chakraborty : ঋতাভরীর মনের মানুষটি কে ? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালবাসার ছবি
অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা । প্রসঙ্গত, গত মাসেই ২৭ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিলেন সোনমের শ্বশুর । এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
বর্তমানে মুম্বইয়ে রয়েছে সোনম ও আনন্দ । সম্প্রতি, মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন সোনম । বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন । তাছাড়া, কয়েকদিন আগে আনন্দের মুম্বই স্টোর উদ্বোধন উপলক্ষে একসঙ্গে দেখা গিয়েছিল হবু মা-বাবা কে।
২০১৮ সালে ধুমধাম করে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজাকে (Anand Ahuja) বিয়ে করেন সোনাম । তারপর থেকে বড় পর্দায় তেমন দেখা না গেলেও, ফ্যাশন ডিভা হিসেবে সোনাম সব সময়ই থেকেছেন পেজ থ্রি-র হট ফেভারিট ।