মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor Pregnancy)। বিয়ের চার বছর পর পরিবারে নতুন সদস্যকে আগমন জানাতে তৈরি সোনম ও আনন্দ (Anand Ahuja) । সোমবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী । ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প (Baby Bump) ।
সোনম কাপুর তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন । ছবিতে কালো পোশাকে দেখা গেল সোনমকে । আনন্দের কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন । সোনমের হাত রয়েছে বেবি বাম্পের উপর । চোখে মুখে মাতৃত্বের জেল্লা ফুটে উঠছে । আনন্দও তাঁর স্ত্রী ও আসন্ন সন্তানকে হাত দিয়ে আগলে রেখেছেন । ছবির ক্যাপশনে সোনম লিখলেন, 'চার হাত । তোমাকে সবটা দিয়ে বড় করে তোলার জন্য । দুটো হৃদয় । যা তোমার হৃদয়ের সঙ্গে প্রতি পদক্ষেপে তাল মিলিয়ে চলবে । একটি পরিবার । যা তোমাকে ভালবাসা ও সঙ্গ দেবে সবসময় । তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ।' ২০২২-এর শেষের দিকেই নতুন অতিথির আগমন হবে বলে জানিয়েছেন সোনম ।
খবর প্রকাশ্যে আসার পর থেকেই তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা । করিনা কাপুর খান, দিয়া মির্জা, বাণী কাপুর, একতা কাপুর থেকে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ।
গত বছর জুলাই মাসে সোনমের গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়েছিল । পরে সব জল্পনার অবসান ঘটিয়েছিলেন সোনম নিজেই । উল্লেখ্য,২০১৮ সালে মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম ও আনন্দ । তারপর থেকে লন্ডনেই থাকছেন তাঁরা ।