নতুন দৃশ্যে 'দৃশ্যম' । প্রথম ভারতীয় সিনেমা, যার রিমেক হতে চলেছে কোরিয়ান ভাষায়। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকেই এই খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ কোরিয়ার অ্যান্থলোজি স্টুডিও ভারতীয় এই সিনেমার রিমেক তৈরি করবে। এই প্রথম ভারত ও কোরিয়া সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছে। মোহনলাল হোন, বা অজয় দেবগণ, কোরিয়ান দৃশ্যমে দেখা যেতে পারে ২০১৯ সালের অস্কার জয়ী সিনেমা প্যারাসাইটের অভিনেতা সং ক্যাং হো-কে।
২০১৩ সালে মালায়ালম ভাষায় প্রথম মুক্তি পেয়েছিল দৃশ্যম। এই ছবির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একই নাম রেখে হিন্দিতে তার রিমেক করেছিল বলিউড। অজয় দেবগন, টাব্বু অভিনীত এই ছবি বলিউডেও বিপুল জয়প্রিয় হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে দৃশ্যম টু। এবারও এই ছবি হিট। বলিউডে এই ছবির প্রযোজক কুমার মঙ্গল পাঠক জানিয়েছেন, এই ছবির রিমেক করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় স্টুডিও অ্যান্থোলজি। তাদের সঙ্গে যৌথ উদ্যোগে এই সিনেমা তৈরি করবে ভারতীয় সংস্থা প্যানোরামা স্টুডিও।
জানা গিয়েছে, আগামী বছর থেকে শুরু হবে কোরিয়ান ভাষায় দৃশ্যমের শুটিং। তার আগে থেকে শুরু হয়ে যাবে প্রি-প্রোডাকশনের কাজ। কোরিয়ান সংস্থা অ্যান্থোলজিও এই সিনেমা তৈরির খবরে সিলমোহর দিয়েছে। ওই প্রযোজনা সংস্থা এক কর্তা জানিয়েছেন, দৃশ্যম দেখে তাদের ভাললাগার পরেই ভারতের এই সিনেমাকে কোরিয়ান ভাষায় রিমেক করার উদ্যোগ নেওয়া হয়েছে।