সেই চেনা ছবি। সেই পরিচিত দৃশ্য। ইদের দিন মন্নতের গ্যালারিতে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। কোভিডের জন্য নিয়মে গত ২ বছর ভাঁটা পড়েছিল। 'পাঠান' বক্সঅফিসে সফল। ইদের চাঁদ ওঠার আগেই বাড়ির গ্যালারিতে ভক্তদের সালাম কিং খানের।
এদিন শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট, কালো প্যান্ট। গলায় চেন। বড় চুল নেই। একদম অন্য মেজাজে নজর কাড়লেন। ভক্তদের উদ্দেশে ছুঁড়ে দিলেন চুম্বন। শাহরুখকে দেখে অনুরাগীরাও ইদের শুভেচ্ছা জানান। ভক্তদের সঙ্গে চেনা ভঙ্গিমায় সময় কাটালেন বাদশাও।
এদিন মন্নতের সামনে অনুরাগীদের সামলাতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। 'পাঠান'কে একঝলক দেখতে দুপুরের চড়া রোদেই হাজির ছিলেন ভক্তরাও। বিকেলে মন্নতের গ্যালারি থেকে ভক্তদের ইদের উপহার দিলেন শাহরুখ খান। টুইটারে সেই ছবি পোস্টও করেন শাহরুখ। লেখেন, "উৎসবের দিন সবাইকে দেখতে পাওয়ার আনন্দ আলাদা। এবার ভালবাসা ছড়িয়ে দাও। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক।"