বৃহস্পতিবার দেশজুড়ে যেন এসআরকে ঝড়। 'ম্যায় হুঁ না' বা 'ভিরজারা' বা সাম্প্রতিক 'ওম শান্তি ওম'-এর মতো সুপারহিট ছবিতে উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। কিন্তু ২০২৩ সালে 'পাঠান' ও তার পর দক্ষিণী পরিচালক আটলির হাত ধরে 'জওয়ান' সব কিছু যেন ছাপিয়ে গেল। ভক্তদের ভালবাসায় আপ্লুত কিং খান নিজেও। দুপুর গড়াতেই ধন্যবাদ জানালেন, তাঁর সমস্ত ফ্যান ক্লাবকে।
শাহরুখ এক্স প্ল্যাটফর্মে লেখেন, "অবশেষে সময় পেলাম। প্রত্যেক ফ্যান ক্লাব ও প্রত্যেক দর্শককে ধন্যবাদ। যারা এদিন থিয়েটারে গিয়ে ছবি দেখলেন, আর বাইরে থেকে উৎসব করলেন, সবাইকে ধন্যবাদ। আমি আপ্লুত। একটু ফাঁকা হয়েনি। খুব তাড়াতাড়ি কিছু করব সবার জন্য। আমাকে এত ভালবাসার জন্য ধন্যবাদ।"
আরও পড়ুন:দেশজুড়ে যেন চলছে জওয়ান উৎসব, কলকাতা থেকে হায়দ্রাবাদ মেতেছে সেলিব্রেশনে, ছবি দেখেছেন?
দেশজুড়ে 'জওয়ান' নিয়ে গণউৎসব শুরু হয়ে গিয়েছে। কোথায় ভোররাত থেকে প্রেক্ষাগৃহে লাইন। কোথাও কাটআউটে মাথায় দুধ ঢালা হয়েছে। কোথাও আবার স্লোগান উঠেছে, ভারত কি শান শাহরুখ খান। আবার ছবির গান 'বন্দা হ্যায় তো জিন্দা হ্যায়' নিয়েও উচ্ছ্বাস দেখান সমর্থকরা। একই ছবি ধরা পড়েছে এই রাজ্যেও। দীর্ঘদিন পর প্রথম দিনেই ছবি সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে।