৪ বছর পর পর্দায় ফিরলেও বলিউডের 'পাঠান' এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি বিন্দুমাত্রও। এবার 'জওয়ান' ছবিতে মন দিয়েছেন কিং খান (Shah Rukh Khan)। দক্ষিণের পরিচালক অ্যাটলির এই ছবির মুক্তির দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল প্রথম থেকেই। অবশেষে সমস্ত বিতর্ক এবং জল্পনায় জল ঢাললেন কিং খান। শুধু ভারত নয় সারা বিশ্বে গৌরী খান প্রযোজিত 'জওয়ান' মুক্তি পেতে চলেছে ৭ সেপ্টেম্বর৷ একটি মোশন পোস্টার শেয়ার করে সুখবর জানিয়েছেন হবু 'জওয়ান'।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি।মুক্তির তারিখ নিয়ে প্রথম থেকে ধোঁয়াশা ছিল। কথা ছিল ২ জুন মুক্তি পাবে ছবি। তারপর শোনা গেল, ২ জুন জওয়ান মুক্তি পাওয়া সম্ভব নয়, অক্টোবরে মুক্তি। এবার আর গুজব নয়, ঠিক হয়ে গেল সেপ্টেম্বরের ৭ এই ফের পর্দায় ফিরছেন শাহরুখ।