Ranbir-Alia Wedding: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা । বৃহস্পতিবারই বিয়ে করছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীব কাপুর-আলিয়া ভাট । বুধবার মেহেন্দির অনুষ্ঠান ছিল । তবে, তাঁদের বিয়ে নাকি ২০২০ সালেই হওয়ার কথা ছিল । রণবীরের বাবা তথা অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor) ছেলের বিয়ে একেবারে ধুমধাম করেই দেবে ভেবেছিলেন । ছেলের বিয়ে নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল । কিন্তু, প্যানডেমিকের কারণে সব ভেস্তে যায় । ২০২০ সালেরই এপ্রিল মাসে মারা যান ঋষি কাপুর ।
রণবীর ও আলিয়ার বিয়ের আগে ছেলের বিয়ে নিয়ে ঋষি কাপুরের স্বপ্ন, ইচ্ছাগুলো প্রকাশ্যে আনলেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই (Subhash Ghai) । ছেলের বিয়ে নিয়ে ঋষি কাপুরের সঙ্গে ২০২০ সালের এক কথোপকথন স্মরণ করেছেন তিনি । বোম্বে টাইমসকে সুভাষ ঘাই বলেন, "২০২০ সালের জানুয়ারি মাসে আমি ঋষি কাপুরের সঙ্গে দেখা করেছিলাম । এক অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আমি তাঁর বাড়ি গিয়েছিলাম । তখন বেশ কিছুক্ষণ কথা হয়েছিল তাঁর সঙ্গে । সেইসময়ই রণবীরের বিয়ে নিয়ে তাঁর স্বপ্ন ও পরিকল্পনার কথা বলেছিলেন । ঋষি কাপুর বলেছিলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের দেবেন । কিন্তু, তিনি হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন ।" তিনি জানান, রণবীর এবং আলিয়া বিয়ে করলে ঋষি কাপুরের স্বপ্ন পূরণ হবে । তিনি তারকা জুটির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন ।
আরও পড়ুন, Ranbir Alia Wedding Date: জল্পনার অবসান, বৃহস্পতিবারই বিয়ে করছেন রণবীর ও আলিয়া, জানালেন নীতু কাপুর
বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পরতে চলেছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor and Alia Bhatt)। বুধবার বলিউড পাপারাৎজিদের কাছে একথা জানিয়েছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর ও তাঁর বোন ঋদ্ধিমা । জানা গিয়েছে, মুম্বইয়ে রণবীরের নিজস্ব অ্যাপার্টমেন্ট বাস্তুতে (Vastu) বিয়ের আয়োজন করা হয়েছে । বুধবার রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠানও (Mehendi Ceremony) হয় । এদিন সকালে, রণবীরের অ্যাপার্টমেন্টের পুজোতে উপস্থিত ছিল দুই পরিবার । উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাও ।
দুই পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে করবেন তাঁরা । ইতিমধ্যেই তাঁদের বাড়ি আলোয়-ফুলে সাজানো হয়েছে । অতিথিরা এসে গিয়েছেন । এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের । তারকা জুটির অনুরাগীরা নবদম্পতিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ।