একজন, দুজন নয়, বলিউডের (Bollywood) চার সুপারস্টার প্রথমবার বড় পর্দায় একসঙ্গে । সিনেমার নাম 'বাপ' (Baap) । এই সিনেমাতেই প্রথম একসঙ্গে দেখা যাবে জ্যাকি শ্রফ (Jackie Shroff), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সানি দেওল (Sunny Deol), মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। জানা গিয়েছে, সিনেমাটি মূলত অ্যাকশন-থ্রিলার ধর্মী ।
ছবিটির পরিচালক বিবেক চৌহান । যৌথ প্রযোজনায় জি স্টুডিও এবং আহমেদ খান । জানা গিয়েছে, ১৪ জুন থেকে সিনেমার শুটিং শুরু হবে । পরের বছর কোনও সরকারি ছুটির দিনেই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা । এই চার মহারথীকে একসঙ্গে দেখতে উৎসাহী দর্শকরা । বেশ বড়সড় ধমাকা অপেক্ষায় রয়েছে বলিপাড়াও ।
আরও পড়ুন, Pratyusha Garimella death : প্রত্যুষার শরীরে বিষের উপস্থিতি, মানসিক অবসাদের জেরেই কি আত্মহত্যা ?
এর আগে চার অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা না গেলেও জুটিতে দেখা গিযেছে বেশ কিছু ছবিতে। ‘যোদ্ধা’-য় সঞ্জয় দত্ত ও সানি দেওল একসঙ্গে কাজ করেছেন । জ্যাকি ও সঞ্জয় ছিলেন ‘খলনায়ক’ ছবিতে । সানি ও জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে । পর্দা ভাগ করেছেন মিঠুন আর সানিও ।