১৪ জুন ২০২০ । সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (Sushant Death Anniversary) । কাঠগড়ায় তখন একটা নাম সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) । রাজপুত পরিবারের তরফে তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল । সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন অভিনেত্রী । সুশান্তের মৃত্যুর মামলা প্রসঙ্গেই মাদককাণ্ডে নাম জড়ায় রিয়ার । গ্রেফতার করা হয় তাঁকে । এখন তিনি মুক্ত । এসব কিছুর মাঝে কেটে গেছে দু'বছর । আজও সুশান্তকে ভুলতে পারেননি রিয়া । সেকথাই সুশান্তের মৃত্যুবার্ষিকীতে (Rhea's post on Sushant's Death Anniversary) আরও একবার বলে দিলেন অভিনেত্রী ।
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে প্রেমিককে স্মরণ করলেন রিয়া চক্রবর্তী । ইনস্টাগ্রামে তাঁদের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে নিয়েছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে প্রতিদিন মিস করি ।’সুশান্তের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি উঠে এসেছেন এদিন রিয়ার পোস্টে । কোথাও রিয়ার কোলে ঠেস দিয়ে বসে আছেন সুশান্ত, কোথাও আবার প্রেমিকের গালে ভালবাসার চুমু এঁকে দিচ্ছেন রিয়া ।
আরও পড়ুন, Sushant Singh Rajput Death Anniversry : অভিনয়ে নয়, নাচেই প্রথম কেরিয়ার শুরু করেন সুশান্ত
অনেকদিনই জেল থেকে ছাড়া পেয়েছন রিয়া । তবে দেশ ছাড়ার অনুমতি নেই তাঁর । তার জন্য আগাম আবেদন জানাতে হবে । সব কিছু ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী । এখনও বলিউডে নতুন কাজের অফার মেলেনি । তবে ফারহান-শিবানির বিয়ে হোক বা পাবলিক অ্যাপিয়ারেন্স, রিয়া ধরা দিয়েছেন স্বমহিমায় ।