২০২০ সালের ১৪ ই জুন, চিরঘুমে গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অথচ বেঁচে থাকতে নাকি দু'চোখে ঘুমই আসত না তাঁর। দিনের পর দিন মাত্র ২ ঘণ্টা ঘুমিয়েই চালিয়ে যেতেন শ্যুটিং। আজ সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী। সম্প্রতি হঠাৎই ভাইরাল হয়েছে 'MS Dhoni'তে সুশান্তের নায়িকা কিয়ারার একটি সাক্ষাতকার। যেখানে কিয়ারা বলেছিলেন, 'সুশান্ত একটু ইনসোমনিয়াক ছিলেন'। তিনিই আরও জানান, মাত্র ২ ঘণ্টা ঘুমিয়েও নাকি ফ্লোরে সুশান্তের এনার্জির কোনও কমতি দেখা যেত না।
কিয়ারাকে সুশান্ত যুক্তি দিয়ে আরও জানিয়েছিলেন, একটা মানুষের দু'ঘণ্টা ঘুমই প্রয়োজন। কেননা সেই সময়েই মস্তিষ্কের সঠিক বিশ্রাম এবং ঘুম হয়। যারা ৭, ৮ ঘণ্টা ঘুমান সেটিও মানুষের শরীর অনুযায়ী। সুশান্তের মতে, কিন্তু দু ঘণ্টাই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ঘুমায়। বাকি সময়টা নয় তুমি অজ্ঞান থাকো, নাহলে হালকা ঘুমাও। বেঁচে থাকতে মাত্র দু'ঘণ্টা ঘুমিয়ে যার এত এনার্জি সেই এখন চিরনিদ্রায়।