ভাল আছেন সুস্মিতা সেন (sushmita sen)। হাসপাতাল থেকে ছাড়া পেতেই ইনস্টাগ্রাম লাইভে (Insta Live) এলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। যেখানে তিনি জানালেন হার্টের (Heart Attack) ৯৫ শতাংশ ব্লকেজ থাকা সত্ত্বেও কেন মৃত্যু ছুঁতে পারেনি তাঁকে। একই সঙ্গে ধন্যবাদ জানালেন চিকিৎসককে। অনুরাগীদের জানালেন সুস্থ রয়েছেন তিনি।
সুস্মিতা অনুরাগীদের জানিয়েছেন, জিমে যাওয়া বন্ধ করবেন না। অনেকেই মনে করেন জিম করেও কোন লাভ নেই। কিন্তু তা একেবারেই ঠিক নয়। শুধুমাত্র জিম এবং সুস্থ জীবনযাত্রার কারণেই হার্টের ৯৫ শতাংশ ব্লকেজ থাকা সত্বেও মৃত্যু ছুঁতে পারেনি, জানিয়েছেন সুষ্মিতা।
আরও পড়ুন - ভারতে সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে 'পাঠান'
পাশাপাশি অনুরাগীদের হৃদরোগ নিয়ে সাবধানও করেন বঙ্গতনয়া। বলেন, সকলকে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে। ভয় পেলে চলবে না। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে বুকে স্টেন্ট বসেছে তাঁর। আপাতত কিছু দিন বিশ্রাম করে আবারও কাজে ফিরবেন বলে জানিয়েছেন সুষ্মিতা।