তিন বছরের সম্পর্কে ইতি টানলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন(Sushmita Sen) । রোহমান শলের(Rohman Shawl) সঙ্গে বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী নিজেই ।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রোহমান শলের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । জানা গিয়েছিল, তাঁরা আর একসঙ্গে থাকছেন না ।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, "বন্ধুত্ব দিয়েই আমাদের সম্পর্কের শুরু হয়েছিল । আমরা বন্ধুই থাকব । সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে । কিন্তু, ভালোবাসা রয়ে গিয়েছে ।"
আরও পড়ুন, Deepika Padukone: কালো গাউন, সঙ্গে গলায় নেকলেস, চোখ ফেরানো গেল না দীপিকার থেকে
২০১৮ সালে ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে পরিচয় হয়েছিল সুস্মিতার । সেখান থেকেই বন্ধুত্বের শুরু । এরপর ধীরে ধীরে ১৫ বছরের ছোট রোহমানের প্রেমে পড়়েন সুস্মিতা । শুধু সুস্মিতা নয়, তাঁর দুই মেয়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রোহমানের । কয়েকমাস আগেই কোন্নগরে এক আত্মীয়ের বিয়েতে রোহমানকে সঙ্গে নিয়ে এসেছিলেন সুস্মিতা । সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের বিয়ের জল্পনাও।