বড়দিনের আগে দুটি হাইভোল্টেজ ছবির দিকে তাকিয়ে দর্শকেরা। একটি কিং খানের ‘ডানকি’ এবং দ্বিতীয়টি প্রভাসের ‘সালার’ । ২১ শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ডানকি, ২২ তারিখ সালার। মুক্তির আগেই এই দুই সিনেমা নিয়ে রেষারেষি চলছে প্রবল। শুরু হয়ে গিয়েছে দুই সিনেমার অগ্রিম বুকিং-ও। তার আগেই টিম সালার জানিয়ে দিল, দক্ষিণ ভারতের PVR, INOX, Miraj এ তাঁদের ছবি চালাবে না।
এর কারণ একটাই, উত্তর ভারতে সেই ছবিকে গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে এই দুই সিনেমার রেষারেষি অন্য মাত্রা নিয়েছে।
উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে শুধু হিন্দিতেই 'ডানকি' মুক্তির দিন ৭.৩৬ কোটি টাকার সংগ্রহ করেছে । আর সেখানে সব ভাষায় প্রায় ৬ কোটি সংগ্রহ করেছে'সালার: পার্ট ওয়ান-সিজফায়ার' । একটি রিপোর্ট অনুযায়ী, ‘ডানকি’-এর জন্য দেশজুড়ে ৯,৬৫৮টি শো-এর জন্য ২ লাখ ৫১ হাজার ১৪৬ টি টিকিট বিক্রি হয়েছে ।