জোয়া আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য আর্চিসের’ ট্রেলার এল প্রকাশ্যে। চমকে ভরা এই ছবি নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে দর্শকদের মধ্যে। এই ছবি দিয়েই বলিউডে ডেব্যু করছেন কিং খানের কন্যে সুহানা খান।সঙ্গে অগস্ত্য নন্দা , যার সঙ্গে আবার সুহানার প্রেমের গুঞ্জনও রয়েছে, এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুরও। তিন জনেরই অভিষেক, বলিউডে নতুন প্রজন্মের রাজত্বের সূত্রপাতও বটে।
Koffee With Karan : সবসময় সহজ হয় না...কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন সারা
মাত্র ১৭ বছর বয়সী কিছু স্কুল পড়ুয়াকে নিয়ে ছবির গল্প এগোবে। আসন্ন চলচ্চিত্রের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে ভক্তরা শাহরুখের ডনের সঙ্গে সুহানার চরিত্র ভেরোনিকার সংলাপের মধ্যে একটি মিল খুঁজে পেয়েছেন। অগস্ত্য নন্দা এবং খুশি কাপুর যথাক্রমে আর্চি অ্যান্ড্রুজ এবং বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন। 'দ্য আর্চিস' ৭ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।