দ্বিতীয় দিনেও বক্সঅফিস কালেকশনের নিরিখে কাশ্মীর ফাইলসকে ছাপিয়ে গেল 'দ্য কেরালা স্টোরি'। শুরু থেকেই ছবি ঘিরে দানা বেঁধেছিল বিতর্ক। কিন্তু মুক্তির দিন থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসছিল। এই সিনেমায় তারকা মুখ নেই। অথচ ছবিটি বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে।
Jawan-Shah Rukh Khan: আসছে 'জওয়ান' , ছবির জন্য তামিল শিখেছেন শাহরুখ, ভিন ভাষায় গাইবেন গানও
ছবি মুক্তির দিন অর্থাৎ শুক্রবার আয় ৮.০৩ কোটি আর শনিবারে ১১.২২ কোটি। গত বছরের সবচেয়ে আলোচিত নন-কামর্শিয়াল গল্পধর্মী ছবি ছিল কাশ্মীর ফাইলস। যার প্রথমদিনের আয় ছিল ৩.৫৫ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয়েছিল ৮.৫০ কোটি। সেই তুলনায় কেরালা স্টোরির আয় প্রথম থেকেই বেশি। আইএসআইএস সংগঠনে কেরালার প্রায় ৩২ হাজার মহিলা যোগ দেন, সেই নিয়েই ছবির গল্প।