বিতর্ক পিছু ছাড়েনি। তবুও বক্স অফিসে গত ৪ সপ্তাহ রমরমিয়ে ব্যবসা করেছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। ছুঁয়েছে ২০০ কোটির ক্লাব। মুক্তির পর বাংলায় নিষিদ্ধ হয়েছিল এই ছবি। ছবির ওটিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন অসংখ্য দর্শকেরা। এবার সুখবর। জুনেই জি ফাইভে আসছে ‘দ্য কেরালা স্টোরি’। জানা গিয়েছে, এই ছবির হিন্দি ভার্সনের স্বত্ব ইতিমধ্যেই জি ফাইভ কিনে ফেলেছে।
উল্লেখ্য, কেন নিষিদ্ধ করা হল 'দ্য কেরালা স্টোরি'? তা নিয়ে এর আগেই পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দিয়ে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। রাজ্যে এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ছবির নির্মাতারা।
কয়েকদিন আগেই 'দ্য কেরালা স্টোরি' নিয়ে সাংবাদিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নবান্ন ছবিটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করে। রাজ্য়ের সব প্রেক্ষাগৃহে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছবিটি। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা করা হয়।