ব্যাক গ্রাউন্ডে বন্দেমাতরম। স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেল পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ফাইটারের মোশন পোস্টার। আর সামনে আসতেই ভাইরাল।
মোশন পোস্টার রিলিজের পরেই সোশাল মিডিয়ায় ছবির নায়িক দীপিকা পাড়ুকোন লিখেছেন, গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমাহলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি।
রানওয়ের উপরে বায়ুসেনার পোশাকে দাঁড়িয়ে হৃতিক রোশন। কিছুদিন আগেই তাঁর একটি স্টিল সামনে এসেছিল। যা দেখে প্রশংসা করেছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজও।
তিনি জানিয়েছিলেন, ভারতীয় সিনেমায় এত সুন্দর একজন হিরো আছেন তিনি জানতেন না। এই ছবিতে হৃতিক-দীপিকার সঙ্গে রয়েছেন অনিল কাপুরও।
সদ্য বলিউডে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দের পাঠান। বক্স অফিসে যা ব্যবসা করেছে ১ হাজার কোটি। প্রাথমিক ভাবে এই ছবির সমালোচনা হলেও পরে শাহরুখ খানের অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার অপেক্ষা ফাইটারের জন্য।