টাইগার শ্রফের (Tiger Shroff) জীবনে দিশা পাটানি (Disha Patani) এখন অতীত । বেশ কিছুদিন ধরেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন বলিউডে (Bollywood) । যদিও, এই বিষয়ে দিশা বা টাইগার কেউই মুখ খোলেননি । তবে, এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আরও একটা খবর সামনে আসছে । বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন টাইগার । অভিনেতার জীবনজুড়ে এখন নাকি শুধুই আকাঙ্খা শর্মা (Akanksha Sharma) ।
কে এই আকাঙ্খা শর্মা ? মডেল হিসাবে কর্মজীবনের সূত্রপাত হলেও আকাঙ্ক্ষার পরিচিতি হয় গায়ক বাদশার ‘জুগনু’ গানটির মধ্যে দিয়ে । সেই মিউজিক ভিডিয়োতে নাচের দৃশ্যে বাদশার সঙ্গে আকাঙ্ক্ষাকে (Tiger Shroff's Rumoured Girlfriend Akanksha Sharma) দেখা গিয়েছে । যদিও, বাদশার সঙ্গে কাজ করার আগেই টাইগারের সঙ্গে দু'টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন আকাঙ্খা । প্রথমে ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ গানের ভিডিয়োতে এবং পরে ‘ক্যাসানোভা’ গানের ভিডিয়োতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । সংবাদ সংস্থা সূত্রের খবর, এই দুটো গানের ভিডিয়োতে কাজ করার সময়েই 'ক্যাসানোভা গার্ল'-এর প্রেমে পড়েন টাইগার । বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তাঁরা । যদিও আকাঙ্খার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সম্প্রতি টাইগারকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এটা একেবারেই সত্য়ি নয়'। সম্প্রতি, দক্ষিণী সিনেমাতেও নাকি অভিনয় করছেন আকাঙ্খা ।
আরও পড়ুন, Ankush Hazra : '১৫ অগাস্ট বড় ঘোষণা', কীসের ইঙ্গিত দিলেন অঙ্কুশ ?
২০১৭ সালে হয়েছিল দিশা ও টাইগার সম্পর্কের সূত্রপাত । ২০১৮ সালে ‘বাঘি ২’ ছবিতে দিশা ও টাইগারকে জুটিতে প্রথম বড়পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল । দীর্ঘদিন সম্পর্কে থাকার পর হঠাৎই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা । যদিও, তাঁরা এই বিষয়ে মুখ খোলেননি । বলিপাড়ার গুঞ্জন, এই বছর বিয়ে করতে চেয়েছিলেন দিশা । তবে, টাইগার রাজি ছিলেন না । এই নিয়ে মনোমালিন্যই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। তবে জানা গিয়েছে, তাঁদের মধ্যে এখনও যোগাযোগ রয়েছে, তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু । তবে , বলিপাড়ার একাংশের দাবি, দিশার নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’ প্রচার বাড়াতেই বিচ্ছেদের গুজব রটিয়েছেন টাইগার-দিশা । সেক্ষেত্রে দিশার সঙ্গে বিচ্ছেদ, আকাঙ্খার সঙ্গে টাইগারের প্রেম...এই পুরো বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।