বড় পর্দায় মুক্তির অপেক্ষায় 'বড়ে মিঞা,ছোটে মিঞা' । প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার ও টাইগার শ্রফ । কিন্তু, জানেন কি তারই মাঝে খিলাড়ির সঙ্গে হয়েছে বড় প্র্যাঙ্ক । আর তার পিছনে রয়েছে ছোটে মিঞা টাইগার । আসলে ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটাই যে ১ এপ্রিল ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন টাইগার ও অক্ষয় দু'জনেই । যেখানে দেখা যাচ্ছে, টাইগারের হাতে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল । হাত দিয়ে বেশ জোরেই বোতলটি ঝাঁকিয়ে রেখে দেন টাইগার । এরপরই এন্ট্রি হয় অক্ষয় কুমারের । তারপর বাঘি তারকা অক্ষয়কে বোতলটি আনতে বলেন। অক্ষয় তাঁর অনুরোধে বাধ্য হয়ে বোতল খোলেন। আর বোতলটি খুলতেই সমস্ত কোল্ড ড্রিঙ্ক তাঁর গায়ে উপচে পড়ে । আসলে এটা সিনেমার প্রমোশনের একটা পার্ট ।
১০ এপ্রিল মুক্তি পাচ্ছে 'বড়ে মিঞা,ছোটে মিঞা' । অক্ষয় ও টাইগার ছাড়াও সিনেমায় অভিনয় করছেন সোনাক্ষি সিনহা, মানুষী চিল্লাররা । হিন্দির পাশাপাশি কানাড়া, তামিল, তেলুগু ও মালায়লম ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি ।