করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ‘বাঙালি মেয়ে’ আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন বাংলার টোটা রায়চৌধুরী এবং মায়ের চরিত্রে চূর্ণী গঙ্গোপাধ্যায়। কিন্তু এই ছবিতে বাঙালি অন্য রূপে পেয়েছেন পুষ্পরাগ রায়চৌধুরী ওরফে টোটাকে। জিয়া গানে একসময় বলিউডের তাবড় দুই অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রাই নেচে তাক লাগিয়েছিলেন, সেই বহুল জনপ্রিয় ‘ডোলারে’ গানেই কত্থক নেচেছেন টোটা। যে সে নাচ নয়, টোটা রপ্ত করেছেন ক্লাসিকাল ফর্ম কত্থক। তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছেন করণ জোহার রণবীর সিং থেকে তাবড় তাবড় সিনে বোদ্ধারা।
মাত্র ৪ মাসে ৪০ টি সেশনে এত নিখুঁতভাবে কত্থকের মতো কঠিন ফর্মকে আয়ত্তে এনেছেন তিনি।
Nitin Desai: স্টুডিওতে আত্মহত্যা! চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর মৃত্যুতে থমকে বলিউড
বরাবরই অভিনয়, ফিটনেস, নাচ কিংবা মার্শাল আর্টে ফার্স্ট বয় টোটা। কলকাতায় পারমিতা মৈত্রর কাছে তালিম নিয়েছিলেন এরপর মুম্বইয়ের দুজন কোরিওগ্রাফার কাছে ঘষামাজাও করেন। তাঁর সঙ্গে যোগ্য সংগত দিয়েছেন অভিনেতা রণবীর সিং-ও।