Salman Khan : সলমন খানের বাড়ির বাইরে 'গুলি', গুজরাত থেকে গ্রেফতার ২

Updated : Apr 16, 2024 13:02
|
Editorji News Desk

সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অবশেষে গ্রেফতার ২ । মুম্বই পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তদের গুজরাতের ভূজ থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। জানা গিয়েছে, মুম্বইয়ের অপরাধ দমন শাখা গুজরাতে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে । 

কী জানিয়েছে পুলিশ ? 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবক বিহারের চম্পারণের বাসিন্দা । গুলি চালানোর পর তারা গুজরাতে পালিয়ে যায় । খবর পেয়ে গুজরাতে যায় মুম্বই পুলিশ । আধিকারিকদের তরফে জানানো হয়েছে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে আসা হবে মুম্বইয়ে । পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তদের বিরুদ্ধে হার ছিনতাই, চুরির মত একাধিক অপরাধের অভিযোগ রয়েছে ।

উল্লেখ্য, ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর অভিযোগ ওঠে । সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ । হামলার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। দায়স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে । সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল হুমকি দিয়ে পোস্ট করে । তাঁর পোস্টে লেখা হয়, "আমাদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল। যাতে তুমি বুঝতে পারো, আমরা কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাইরে চলবে না।" 

Salman Khan

Recommended For You

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর