নিজের স্টাইল স্টেটমেন্ট এবং নিত্যনতুন সাজের কারণে প্রায় প্রতিদিনই পেজ থ্রি-র শিরোনামে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। আর কদিন বাদেই ভুত চতুর্দশী। সব জায়গায় শুরু হচ্ছে হ্যালোইনের প্রস্তুতি। বলিউডের একটি জনপ্রিয় চরিত্র ভুলভুলাইয়ার ‘ছোটে পণ্ডিত’। রাজপাল যাদব অভিনয় করেছিলেন এই চরিত্রে। সারা গায়ে সিঁদুর, কানে গোঁজা ধূপকাঠি, লম্বা টিকি, গলায় গাঁদা ফুলের মালা- এবার এই সাজে রাজপাল নয় বরং উরফিকে দেখা গেল।
হ্যালোইন উপলক্ষেই এই সাজে ধরা দিয়েছেন উরফি। ধুতি প্যান্ট, স্কিনি আর গাঁদা ফুলের মালায় ছোটে পণ্ডিতের লুক রিক্রেয়েট করেছেন উরফি।
Roktobeej-Box Office: বাংলার বাইরেও জয়জয়াকার! পুজোয় সবচেয়ে বড় ব্লকব্লাস্টার 'রক্তবীজ'
ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “ভুল ভুলাইয়া সিনেমার ছোটে পণ্ডিতকে মনে আছে? অনেক কষ্টে হ্যালোউইন পার্টির জন্য সেজেছিলাম কিন্তু যেতে পারিনি তাই ভাবলাম এখানেই ভিডিও শেয়ার করি।”