ভারত-পাক (Ind Vs Pak) ম্যাচের আঁচে সরগরম গোটা দেশ। হাইভোল্টেজ এই ম্যাচে মেন-ইন ব্লু-দের সাপোর্ট করতে নীল পোশাকে মাঠে পৌঁছেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ভারত বনাম পাকিস্তান। বিশ্বকাপ ২০২৩।'
আর নায়িকাকে দেখেই ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন অনেকে। জানতে চাইলেন,' ঋষভ তো মাঠে নামবেন না, তা হলে উর্বশী কী করছেন স্টেডিয়ামে?' দুর্ঘটনার কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন ঋষভ। আর সেই কারণেই প্রশ্ন উঠেছে তাহলে কার জন্য মাঠে এসেছেন নায়িকা? যদিও এতে উর্বশীর কোনও প্রতিক্রিয়াই মেলেনি। তিনি ব্যস্ত রোহিতদের সাপোর্ট করতে।
আরও পড়ুন - গান লিখেছেন প্রধানমন্ত্রী, দেবীপক্ষের সকালে প্রকাশ্যে এল মিউজিক ভিডিয়ো
ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলেও দাবি করা হয় একাধিক সংবাদ মাধ্যমে। নায়িকা পন্থের নাম না করে একাধিক পোস্টও করেন। তবে, ঋষভ এই বিষয়ে বেশ বিরক্ত তা তিনি বুঝিয়ে দিয়েছেন।