বাবা হলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক বরুণ ধাওয়ান । দুই থেকে তিন হলেন বরুণ-নাতাশা । আর বলিউড পেল আরও এক নতুন স্টার কিড । সোমবার সন্ধেবেলায় নাতাশার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান । হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন ।
সোমবার সকালেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন নাতাশা । সেইসময় তাঁর সঙ্গে ছিলেন বরুণও । এরপর সন্ধেবেলায় এল সুখবর । হাসপাতাল থেকে বেরিয়ে দাদু হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ডেভিড ধাওয়ান । সোমবার রাতে বরুণকে নিয়ে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় ডেভিডকে । সেইসময় পাপারাজ্জিরা তাঁকে জিজ্ঞেস করলে, তিনি জানান নাতনি হয়েছে ।
ফেব্রুয়ারি মাসেই বাবা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বরুণ । সেইসময় নাতাশার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন বলি অভিনেতা । যেখানে দেখা যাচ্ছিল, সাদা কালো একটি ফ্রেমে, নাতাশার বেবিবাম্পে চুম্বন করছেন বরুণ। পিছন দিয়ে উঁকি দিচ্ছেন তাঁদের প্রিয় পোষ্য। স্ত্রী নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে বরুণ সকলের আশীর্বাদও চেয়ে নেন ।