প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা জুনিয়র মেহমুদ। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগে পরিবার সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
'মেরা নাম জোকার', 'কাটি পতঙ্গ', 'পরওয়ারিশ', 'দো অর দো পাঁচ'-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। পাঁচ দশকের অভিনয় জীবন তাঁর। ২৫০-এর বেশি ছবিতে কাজ করেন মেহমুদ। ১৯৬৭ সালে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কৌতুক অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবি পরিচালনাও করেছেন তিনি। দু সপ্তাহ আগে তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয় প্রকাশ্যে আসে।