নিজের আগামী ছবি 'শামবাহাদুর'-এর কথা বেশ কিছুদিন আগেই জানিয়েছেন ভিকি। ছবির স্টার কাস্ট সম্পর্কেও জানিয়েছিলেন এই অভিনেতা। আগামী ৭ অগাস্ট থেকেই ভিকি কৌশলের এই বহু প্রতীক্ষিত ছবি 'শামবাহাদুর'-এর শুটিং শুরু হতে চলেছে। পরিচালক মেঘনা গুলজার দিল্লি, কাশ্মীর, চন্ডীগড়ের পাশাপাশি শুটিং করবেন কলকাতাতেও। ডিসেম্বরে মাসে শীতের কলকাতায় শুট করতে আসবেন ছবির তারকারা।
দঙ্গলের পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে সানিয়া মালহোত্রা (Sanya Malhotra) ও ফতিমা সানা শেখকে (Fatima Sana Sheikh)। ফিল্ড মার্শাল সাম মানেকশরের (Sam Manekshaw) চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী শিল্লু মানেকশর (Silloo Manekshaw) চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা সানা শেখ।
আরও পড়ুন- Ranbir Kapoor-Alia Bhatt News: 'মা' হচ্ছেন আলিয়া, ভাইরাল রণবীর-আলিয়ার পুরনো সাক্ষাৎকারের ভিডিও
ছবি প্রসঙ্গে মেঘনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার অনেক কিছু সেলিব্রেট করার ছিল। ১৯৭১-এর যুদ্ধের এটা পঞ্চাশতম বছর। সানিয়া ও ফতিমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড।' অন্যদিকে সানিয়া লিখেছেন,, 'প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পিছনে একজন মহিলার অবদান থাকে। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।' ফতিমা(Fatima Sana Saikh) লিখেছেন,'একজন মহিলা যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।'