অন্ধকার প্লেনে অ্যাকশন মুডে ভিকি পত্নী ক্যাটরিনা কাইফ। বউয়ের কাণ্ড দেখে রীতিমতো হতবাক ভিকি কৌশল। বুঝেই উঠতে পারলেন না ঠিক কী করবেন। যদিও দায়িত্ব নিয়ে সেই মুহূর্তের ভিডিয়ো মুঠোফোন বন্দী করেছেন তিনি। যা ইতিমধ্যেই অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন।
ভিকি কৌশলের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একসঙ্গে কোথাও যাচ্ছেন ভিকি-ক্যাট। বউয়ের পাশে কানে হেডফোন দিয়ে বসে ছিলেন ভিকি। আচমকাই দেখলেন ক্যাটরিনা প্লেনে বসেই ফাঁকা হাওয়ায় ঘুষি চালাতে শুরু করলেন। যা দেখে অবাক ভিকি।
আরও পড়ুন - ৮০ এর দোরগোড়ায় শর্মিলা, করিনা থেকে সারা, নবাব প্রাসাদে চাঁদের হাট
ওই ভিডিয়ো শেয়ার করে ভিকি লিখেছেন, 'বিমানে এবং জীবনের বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালবাসা। সামনে আরও বিনোদন আসতে থাকুক।' ভিকির এই ভিডিয়ো দেখে হাসি থামাতে পারছেন না নেটিজনরা।