বৃহস্পতিবারের মুম্বই। ঝির ঝির করে বৃষ্টি পড়ছে। ভরা অফিস টাইম। তার মধ্যেই দেখা গেল খালি পায়ে রাস্তা দিয়ে ছুঁটছেন অমিতাভ বচ্চন। সেই ছবিই এখন ভাইরাল। কিন্তু কেন বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ছুটলেন তিনি ?
শুক্রবার মুক্তি পাচ্ছে ঘুমর। বহুদিন পর পর্দায় ফিরছেন অভিষেক বচ্চন। এই ছবিতে ক্রিকেট কোচ অভিষেক। ছেলের সিনেমার শুভ কামনায় সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিগ বি। মন্দিরের ভিতরে অমিতাভের পুজো দেওয়ার ছবিও বেশ ভাইরাল হয়েছে।
আশি বছরেও তিনি অপ্রতিরোধ্য। যার প্রমাণ, সম্প্রতি নতুন ভাবে ফিরে এসেছে কৌন বনে গা ক্রোড়পতি। এই বয়সে দিনে-রাতে শুটিং করছেন অমিতাভ। পর পর ছবি আছে তাঁর হাতে। তবে সবচেয়ে বড় ছবি হতে চলেছে প্রজেক্ট কল্কি। যে ছবিতে ফের একসঙ্গে ফিরছেন অমিতাভ এবং কমল হাসান।