বলিউডে পা দিয়েই একেবারে হইচই ফেলে দিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda ) । কর্ণ জোহর প্রযোজিত 'লাইগার' (Liger)-এ বোল্ড লুকে দেখা গেল তাঁকে । একেবারে ফার্স্ট লুক পোস্টারেই নেটদুনিয়ায় ঝড় তুললেন তিনি ।
ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন অভিনেতা (Vijay Deverakonda's first look on Liger ) । পোস্টারে দেখা যাচ্ছে, আলো-আঁধারিতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা । তাঁর পেশিগুলি স্পষ্ট, সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট । হাতে একগুচ্ছ গোলাপে নগ্নতা আড়াল করা । যেন অন্ধকার ঠেলে আলোর দিকে এগিয়ে আসছেন । তাঁর এই বোল্ড অবতারের ঝলক সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে । রীতিমতো ট্রেন্ড করছে ।
ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, তাঁর নতুন ছবি 'লাইগার' শীঘ্রই আসছে । সেই সঙ্গে লিখেছেন, ‘একটা ছবি, যা আমার সর্বস্ব নিয়ে তৈরি । মানসিক, শারীরিক ধকল যা গিয়েছে... সে দিক থেকে আমার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং চরিত্র এটিই বলা যায় ।’
বিজয় ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অনন্যা পান্ডে, কিংবদন্তী বক্সার মাইক টাইসন । পরিচালনা করেছেন পুরী জগন্নাথ । প্রযোজক করণ জোহার । ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই সিনেমা । হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে 'লাইগার' ।