বাবা হলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বুধবারই জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। পরিবারে নতুন অতিথির আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিক্রান্ত ও শীতল দু'জনেই । সুখবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি ।
সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত লেখেন, 'আমরা আমাদের পুত্র সন্তানের আগমনের খবর আনন্দের সঙ্গে ঘোষণা করছি ।' তাঁদের এই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী থেকে অনুরাগীরা । শুভেচ্ছা জানিয়েছেন মণীশ মালহোত্রা, রসিকা দুগ্গল সহ আরও একাধিক বলিউড সেলিব্রিটি । জানা গিয়েছে, মা ও ছেলে দু'জনেই ভাল আছে ।
২০১৫ সাল থেকে একে অপরকে ডেটিং করছেন বিক্রান্ত এবং শীতল । একতা কাপুর-প্রযোজিত সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল । ২০১৯ সালে বাগদান, তারপর ২০২২ সালে হিমাচল প্রদেশে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা ।