নতুন বাড়ি কিনলেন বিরাট (Virat Kohli) অনুষ্কা (Anushka Sharma)। মুম্বইয়ের আলিবাগে আওয়াস গ্রামে ২০০০ বর্গফুটের এই বিরাট ভিলাটির দাম প্রায় ৬ কোটি টাকা৷ মায়ানগরীতে দ্বিতীয় বাড়ি কিনে ফেললেন বিরুষ্কা জুটি। এর আগে মুম্বইয়ের ওরলি এলাকায় বাড়ি কিনেছিলেন তারা। বিরাটের এই নতুন বাড়ির অন্দরসজ্জা নিজের হাতে করেছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ়েন খান। এই বাড়ি মুম্বইয়ের ব্যস্ততা থেকে খানিক দূরে, নিরিবিলি।
প্রাকৃতিক সৌন্দর্যে আওয়াস গ্রামে প্রাণ ভরে যাতে নিঃশ্বাস নিতে পারে মেয়ে ভামিকা, খেলে বেড়াতে পারে তার উদ্দেশেই নাকি এই বাড়ি কিনেছেন বিরুষ্কা। ভিলায় রয়েছে ৪০০ বর্গফুটের একটি সুইমিং পুল। ভিলা সেজে উঠেছে সাদা সোনালি আভায়। হলুদ আলো ব্যবহারের জন্য ভিলার অন্দরসজ্জায় এসেছে রাজকীয় ভাব।