পাঠান হয়ে গেল, জওয়ানও হয়ে গেল। তাহলে এবার ডাঙ্কি কবে ? তাঁর পরবর্তী ছবি নিয়ে কী বললেন শাহরুখ খান ? রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেধে এই প্রথম সিনেমা করছেন শাহরুখ। কানডা ও আমেরিকায় বেআইনী ভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে এই ছবি পটভূমি।
বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এই ছবি মুক্তি নিয়ে আলোচনা করছেন পরিচালক রাজু হিরানি এবং শাহরুখ খান। একবার শোনা গিয়েছিল, এই ছবি মুক্তি পাবে আগামী বছরের গোড়ায়। তাতে আবার জল ঢাললেন শাহরুখ নিজেই।
কিং খান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে এই বছরের ইদে মুক্তি পেতে পারে ডাঙ্কি। শাহরুখ মনে করেন, ছবির জন্য আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করেন তিনি। তিনি আরও বেশি পরিশ্রম করতে চান। জীবনের সবচেয়ে সুখের সময়ে রয়েছেন শাহরুখ। তাঁর ছবি দর্শকের এত ভাল লেগেছে দেখে মন ভরে গিয়েছে কিং খানের।