৪ বছর পর পর্দায় ফিরেও শাহরুখ খান (Shah Rukh Khan) বুঝিয়ে দিয়েছেন বলিউডের 'কিং' তিনি ছাড়া আর কেউ নন। দক্ষিণী ছবির ত্রাসে ধুঁকতে থাকা বলিউডকে অক্সিজেন জুগিয়েছে 'পাঠান' (Pathaan)। অপ্রতিরোধ্যভাবে বক্সঅফিস কাঁপানোর পর এবার 'পাঠান' পসার জমাতে আসছে OTT-তে। প্রেক্ষাগৃহে গিয়ে যাদের এই ছবি দেখার সুযোগ হয়নি, তাদের জন্য রইল সুখবর৷
কবে কোন OTT-তে রিলজ?
বক্সঅফিসে হাজার কোটির ব্যবসার পর এবার পাঠান আসছে ওটিটিতে। দর্শকদের দীর্ঘ প্রতিক্ষার পর ছবি মুক্তির দিনক্ষণ এল প্রকাশ্যে। জানা যাচ্ছে, আগামী ২৫ এপ্রিল অ্যামাজন প্রাইমে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে 'পাঠান'। ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা এবং জন আব্রাহামের দেখার মতো অভিনয়-ও দারুণ প্রশংসা কুড়িয়েছে।