আঞ্জিওপ্লাস্টি হয়েছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। শুক্রবার সকালেই মুম্বইয়ের কপিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার পায়ে আঞ্জিওপ্লাস্টি হয়েছে।
কী হয়েছে শাহেনশার?
জানা গিয়েছে, অভিনেতার পায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ফলে, পা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন - বলিউডে বড় চমক ! একই ছবিতে শাহরুখ-সলমন-আমির ?
কেন করা হয় এই অস্ত্রোপচার ?
চিকিৎসার পরিভাষায় 'অ্যাঞ্জিয়ো' কথার অর্থ রক্তবাহ এবং 'প্লাস্টি' শব্দটির অর্থ হল খুলে দেওয়া। সাধারণ ভাবে ধমনীর ভিতরে অতিরিক্ত কোলেস্টেরলের ফলে 'প্লাগ' জমলে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়। কিন্তু পায়ের রক্তপ্রবাহ জমাট বাঁধলেও এই পদ্ধতিতে চিকিৎসা সম্ভব বলেই মত চিকিৎসকদের।