বলিউডের জমকালো প্রচারের আলো থেকে অনেক তারকাই নিজেদের সন্তনকে দূরে রাখতে চান। শাহিদ কাপুর এবং মিরা রাজপুতও এই পথের পথিক। তাঁদের দুই সন্তান মিশা এবং জৈন, তবে দীর্ঘ ৫ বছর দুই সন্তানকে মিডিয়ার থেকে দূরেই রেখেছেন দম্পতি। এই প্রসঙ্গে শাহিদ জানান, সবসময় তিনি চেয়ে এসেছেন সন্তানদের স্বাভাবিক একটি শৈশব উপহার দিতে।
‘ফারজি’ ছবির আর্টিস্ট- এর কথায় , অভিনয় জগতে এসে স্পটলাইট এড়িয়ে চলা বেশ কঠিন কাজ। তবু তিনি যথাসম্ভব চেষ্টা করেন সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে। জীবনযাত্রার মান চড়িয়ে রাখলে জীবনের ছোট ছোট আনন্দ অধরা থেকে যায়। সেই আনন্দ মাটি করতে চান না দম্পতি, তাই সন্তানদের আগলে রাখেন তাঁরা ।
Holi 2023 skincare tips: রং খেলার ইচ্ছে যোল আনা অথচ রং ওঠা নিয়ে ভয়? উপায় বাতলে দিচ্ছে এডিটরজি বাংলা