মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় এক সন্দেহভাজনকে চিহ্নিত করল পুলিশ। পুলিশ জানিয়েছে, কে ওই স্কুলে ফোন করে বোমাতঙ্ক ছড়িয়েছিলেন তা জানা গিয়েছে।
গত ১০ জানুয়ারি, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাাগাদ ওই স্কুলের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। ফোনের উলটো দিক থেকে বলতে শোনা যায়, স্কুলের মধ্যে একটি টাইম বোমা রয়েছে। কথা শেষ হতেই সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন ওই ব্যক্তি। আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (১) (বি) এবং ৫০৬ ধারায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। যে ব্যক্তি ফোন করেছিলেন, একদিনের মধ্যেই তাঁর হদিস পেয়েছে পুলিশ। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।