স্ত্রী শ্রীদেবীর মৃত্যু রাতারাতি প্লাটে দিয়েছিল বনি কাপুরের জীবন। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর প্রায় সাড়ে পাঁচ বছর পর মুখ খুললেন বনি।
স্বাভাবিক মৃত্যু ছিল না তাঁর স্ত্রীয়ের, দুর্ঘটনা ছিল, জানিয়েছেন বনি কাপুর। তবে সে সময় দুবাই পুলিশ ঘনঘন জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। লাই ডিটেক্টর পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল তাঁর ওপর। অভিনেত্রীর স্বামী নিজেই জানিয়েছেন, দুবাই পুলিশের ওপর ভারতীয় সংবাদমাধ্যমের ভীষণ চাপ ছিল, সে সময়।
পর্দায় আকর্ষণীয় দেখানোর জন্য চিকিৎসকের বারণ না মেনেই প্রায়শই না খেয়ে, কড়া ডায়েটে থাকতেন হাওয়া হাওয়াই গার্ল, জানিয়েছেন বনি। মৃত্যুর আগে একাধিকবার ব্ল্যাক আউটও হয়েছিল শ্রীদেবীর। বড় পর্দায় কামব্যাক করে ইংলিশ ভিংলিশ-এর মতো ছবিতে ওজন ঝরিয়ে ৪৬-৪৭ কেজিতে নিয়ে এসেছিলেন শ্রীদেবী।