এখন বিনোদন জগতে ভরপুর বিয়ের মরসুম। অনন্ত আম্বানি থেকে শুরু করে কাঞ্চন মল্লিক- সেলেবদের বিয়েতে মজে গোটা নেট দুনিয়া। এই আবহেই জোর জল্পনা বনি-কৌশানি নাকি বিয়ে করতে চলেছেন ? লোকসভার ভোটের আগেই কি বিয়ে সারবেন জুটিতে?
বিভিন্ন জল্পনা কানে আসছে। কেউ বলছেন লোকসভা ভোটের আগেই , কেউ বা বলছেন লোকসভা ভোটের পর আবার কেউ বলছেন নভেম্বরেই ছাদনাতলায় যাবেন জুটিতে।
কিন্তু বনি এই প্রসঙ্গে কী বলছেন?
এক সংবাদমাধ্যমকে বনি জানান, তিনি এবং কৌশানি খুবই ব্যস্ত এই মুহূর্তে কাজের জন্য। সেসব মিটলে চিন্তা ভাবনা করবেন। তবে একথা স্পষ্টই বনি জানিয়ে দিয়েছেন যে, ২০২৫ সালের আগে কোনওভাবেই তাঁরা বিয়ে করছেন না।