বাংলায় এখন সাসপেন্স থ্রিলারের রমরমা। সেই তালিকায় ঢুকে পড়ল বনি-কৌশানীর নতুন ছবিও। বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) রিয়াল লাইফে লাভ বার্ডস হলেও তাঁদের নতুন ছবি কিন্তু মোটেও প্রেমের নয়! সদ্য মুক্তি পাওয়া 'অন্তর্জাল'-এর পোস্টার দেখে বেশ মালুম পড়ছে তা।
প্রার্জুন মজুমদারের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর (Antarjaal) প্রথম লুক সামনে এসেছে। পোস্টারে দেখা যাচ্ছে, একটি আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকা বনির হাতে ধরা ছুরির ফলাতেই ফুটে উঠেছে কৌশানীর মুখ। বেশ গা ছমছমে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (First Look Poster)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছেন বনি ও কৌশানি দুজনেই।
Actress Sudipta Banerjee: জন্মদিনে কেক কাটলেন সুদীপ্তার মনের মানুষ, বিয়ে কবে জানিয়ে দিলেন অভিনেত্রী
ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। কৌশানির চরিত্রের নাম লহরী। মূলত এটি একটি নারীকেন্দ্রিক থ্রিলার ছবি অন্তর্জাল, মুক্তি পাচ্ছে ২৯ জুলাই।