টলিউডে বনি-কৌশানী জুটির অফ এবং অনস্ক্রিন জুটি, দুই-ই হিট! পর্দার এ পাড়-ও পার দুদিকেই দুজনের রসায়ন জমে ক্ষীর -ই ছিল, হঠাৎ হলো টা কী? হাল ফ্যাশনের দুরন্ত গতির প্রেম ভুলে বনি মেতেছেন একেবারে নয়ের দশকের প্রেমে, যখন ফোন নয়, মনের গ্যালারিতে সেভ করা থাকত রূপকথার ছবিগুলো। ব্যাপার কী?
না না, বাস্তবে নয়, আসলে সবই পর্দার প্রেম। সদ্য প্রকাশ্যে এসেছে 'আর্চির গ্যালারি'র ট্রেলার। দু-দশক আগেও প্রেমের মানে কতোটা আলাদা ছিল, সেই গল্পই বলে এই ছবি।
Anurager Chhowa : 'অনুরাগের ছোঁয়া'য় দার্জিলিং জমজমাট ! মেঘেদের দেশে মিল হবে দীপা-সূর্যর ?
ছবির নাম ভূমিকায় অর্থাৎ আর্চির চরিত্রে বনি। তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়া রূপসা চক্রবর্তী, আয়ুষী তালুকদার, প্রমুখকে এই ছবিতে দেখা যাবে। ছবিটির পরিচালনা করেছেন প্রমিতা, চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আগামী ৩ মার্চ মুক্তি পেতে চলেছে আর্চির গ্যালারি