রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের অভিনয় প্রশংসিত হয়েছে বেশ। মন্ত্রীর অভিনয় দক্ষতা সম্পর্কে অনেকেই প্রথমবার অবগত হলেন। এবার তাঁকে পরের ছবিতে কাস্ট করার কথা ভাবছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু। যদিও, আগে পার্থকে দিয়ে নিজের ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করিয়েছিলেন তিনি।
আবার প্রলয় সিরিজে পার্থ ভৌমিকের মুখে 'হ্যালো স্যার' সংলাপ জনপ্রিয় হয়েছে প্রবল। থিয়েটার জীবনের শুরুতে একই সঙ্গে কাজ, রিহার্সাল দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং ব্রাত্য বসু। আগামী দিনে পার্থ যেন নিয়মিত বড় পর্দায় কাজ করেন, এমনটাই চাইছেন ব্রাত্য বসু।
যদিও ব্রাত্য বসুর আগামী ছবি 'হুব্বা'তে দেখা যাবে না তাঁর রাজনৈতিক সতীর্থ এবং সহকর্মী পার্থকে।