৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অভিনেতার জন্য অস্কার জিতলেন মার্কিন-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। 'দ্য হোয়েল' সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার জেতেন ব্রেন্ডন। ছবিতে ব্রেন্ডন অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের ব্যক্তির চরিত্রে। যিনি সমকামী। অতিরিক্ত ওজনের জন্য যাঁর ভরসা হুইল চেয়ারই। ব্রেন্ডনকে এই ছবির জন্য ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক মেক আপ করতে হয়েছিল। সিনেমাটি স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে।
Deepika Padukone : অফ শোল্ডার কালো গাউন, গলায় হিরের গয়না, অস্কারের মঞ্চে নজরকাড়া দীপিকা পাডুকোণ
অস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী অস্কার জিতে নিয়েছেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। একাধিক বিষয়ে মোট ২৩ টি বিভাগে সারা বিশ্বের কলাকুশলীদের তুলে দেওয়া হল অস্কার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসেছিল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর।